আমরা বলি ধর্ষনের জন্য মেয়েদের ড্রেসআপ দায়ী। আচ্ছা একটা বাচ্চা মেয়ের ড্রেসআপে এমন কি হয়!!! আসলে দুনিয়াতে মেয়ে হয়ে আসাটাই একটা পাপ!!! নাকি সষ্ঠু বিচারের অভাব?
একজন ডাক্তার ধর্ষন নিয়ে তার বাস্তব অভিজ্ঞতা জানালেন।
প্রথম ঘটনাঃ
“আপা কাগজে একটা আলতাসনো লিখ্যা দেন” -আউটডোরের খালার আবদারে আমি বিরক্ত। রোগী না দেখে আমি কিছু লিখবো না। আগে রোগী আনেন। শীতল গলায় জানিয়ে দিলাম। গুটি গুটি পায়ে অনুপ্রবেশ ঘটলো এক কিশোরীর। শ্যামলা গায়ের রং, মাথায় দুই বেনী। পরনে ঢিলা ঢালা ফ্রক, বয়সের তুলনায় বেশ অপুষ্ট। দুচোখে গভীর অবসাদ।
-কি সমস্যা তোমার?
……কিশোরী নিরব।
-আপা ওর প্যাটে বাইচ্চা। চার মাস। নষ্ট করতে আইসে।
আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো!
হিস্ট্রি নিয়ে জানলাম . . .
She was gang raped while returning from tutor’s home!
দুঃখিত আমি এই লাইন টা বাংলায় লিখতে পারলাম না! হাতে আর জোর পাচ্ছিলাম না…
কাঁপা কাঁপা হাতে লিখে দিলাম “USG of pregnancy profile”
পরে আবার সেই কিশোরীর সাথে দেখা হয়েছিল ফার্মেসির সামনে। আমাকে দেখে বিব্রত। মাথায় হাত বুলিয়ে বলতে ইচ্ছে করেছিল……
তুমি কেনো লজ্জা পাচ্ছো?
লজ্জা পাবো তো আমরা। মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই। আমি এই দেশের এই সমাজের একজন অক্ষম, নিষ্ক্রিয় সদস্য লজ্জা তো আমাদের প্রাপ্য।
আরও পড়ুনঃ
ধর্ষন থেকে বাঁচতে রাবনের মত ভাই চায় কিশোরী
সেদিন ছিল মঙ্গল বার। এডমিশন রুমে মধ্যবয়সী এক লোকের প্রবেশ।
– কি সমস্যা?
– আপা আমার মাইয়াডা ধর্ষন হইছে। অবস্থা খুব খারাপ, আপা। মামলা করুম না। শুদু একটু চিকিতশা দ্যান।
And it was another case of gang rape by neighbors. . . .
রোগীকে আনতে বলা হল।
না না! সে কোনো উত্তেজক পোশাক পরা সুন্দরী নন। ৫বছরের মেয়ে শিশু, মায়ের কোলে চড়ে এসেছে। শিশুর! দুচোখে পানি।আর আমার বুকের ভিতর রক্তক্ষরণ . . . .!
পরিশিষ্টঃ
🔘 যদি আপনার পরিবারে ০ থেকে ৯০বছরের কোনো নারী সদস্য থেকে থাকে তবে লেখাটি আপনার জন্যই।
🔘 আপনার কণ্যা শিশুটিকে প্রতিবেশী, গাড়ীর ড্রাইভার, বাবার বন্ধু, মায়ের কলিগ, মামার ক্লাসমেট টাইপের কারো কাছে আপনার অনুপস্থিতিতে যেতে দেবেন না।
🔘 আপনি যখন রাস্তায় কোনো মেয়েকে দেখে চোখের ব্যায়াম টা সেরে নিচ্ছেন, আপনার পরিবারের কোনো নারী সদস্য হয়তো তখন হয়রানির স্বীকার হয়ে বাড়ি ফিরছে। যা আপনার কান পর্যন্ত পৌছাচ্ছে না। ভেবে দেখুন এ ব্যাপারে আপনার পদক্ষেপ কি হতে পারে।
🔘 আপনার সামাজিক অবস্থান, অর্থনৈতিক সংগতি আমার চেয়ে আপনিই ভালো জানেন। বাড়িতে এবং বাড়ির বাইরে, ছোট্ট শিশুটির খেলার জায়গায় সদ্য তরুনীটির প্রাইভেট পড়তে যাওয়ার পথে, স্ত্রী কিংবা বোনের শপিংয়ে কিংবা বন্ধুর বাসায় যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করতে আপনার করণীয় কি হতে পারে, ভেবে দেখুন।
🔘 আজ থেকে নতুন করে ভাবুন। আপনার আশে পাশের নারীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন? এবং নিজ পরিবারের নারী সদস্যদের প্রতি অন্য পুরুষের কেমন আচরন আপনি আশা করছেন?
ভেবে দেখুন. . . . .
ভাবনার দায়িত্ব আপনার উপরেই ছেড়ে দেয়া হলো ॥
২৪হেল্পলাইন.কম/এপ্রিল, ২০১৮/ ডাঃ তাহসিনা