নিজের দৃষ্টিভঙ্গি বদলান, বদলে যাবে সারা পৃথিবী।
যদি....... A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 ,, [...]
যদি....... A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 ,, [...]
ফাতংজা, প্রত্যন্ত রোহিঙ্গা পল্লী। মংডু। মিয়ানমার। হেমন্তের বিকেল। চারদিকে ধানে ঈষৎ পাকা রং ধারণ করেছে। সাদ বসে আছে পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে। ভাবছে পড়ন্ত সূর্যের ম্লান আলোর মতো জীবনও হয়তো শেষ হয়ে যাবে কোনো একদিন। সূর্য ডুবে যাবে, সেও ডুবে যাবে জীবনের পাতা থেকে। জীবন কি বিচিত্র! এই জন্মানো, এই পৃথিবীর বুকে সংগ্রাম করে বেঁচে [...]
ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ "লা হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা-বিল্লাহ" অর্থ, আল্লাহ ব্যতীত আর কোন ক্ষমতা নেই। এ দোয়াটি হল, ৯৯টি রোগের চিকিৎসা। যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা ও পেরেশানী। (মিশকাত শরীফ খ. ২, পৃ. ২৩, হাদীস নং ২৩২০) রসূলুল্লাহ সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটিকে জান্নাতের রত্নভান্ডার বলে আখ্যায়িত করেছেন। (বুখারী শরীফ, [...]
যে সব মানুষ খুব তাড়াতাড়ি রাগ করে অথবা যারা খুব রাগী তারা কিভাবে তার রাগ কমাবে? আমাদের জানা দরকার যে, সব রাগ খারাপ নয়। কখনো কখনো রাগ প্রশংসনীয় আর কখনো নিন্দনীয়। যদি আল্লাহর উদ্দেশ্যে রাগ করা হয় এবং অন্যায় ও হারাম কাজ প্রতিরোধে রাগ ব্যবহার করা হয় তাহলে তা প্রসংশনীয়। বরং অন্যায় দেখে মনে রাগ [...]