কুমিল্লা আইন কলেজ মুক্তিযুদ্ধ মঞ্চ-এর কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে রয়েছেন-
১. জনাব চন্দন সাহা (সভাপতি)
২. জনাব সৈয়দ জাকারিয়া আলম সাকিব (সহ-সভাপতি)
৩. জনাব আশরাফুর রহমান শিমুল (সহ-সভাপতি)
৪. জনাব সাইফুল ইসলাম (সাধারণ সম্পাদক)
৫. জনাব আবুল হাসনাত মোহাম্মদ রুম্মান (যুগ্ম সাধারণ সম্পাদক)
৬. জনাব মোঃ মাইন উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক)
৭. জনাব মাসুম ভূঁইয়া (সাংগঠনিক সম্পাদক)
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দীন এই কমিটির অনুমোদন করেন। কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চ কুমিল্লা আইন কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কুমিল্লা আইন কলেজ মুক্তিযুদ্ধ মঞ্চ-এর সভাপতি জনাব চন্দন সাহা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারি মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। কুমিল্লা আইন কলেজ কমিটি অনুমোদন দেয়ায় তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও আহবায়ক অধ্যাপক ড. আ. ক. ম জামাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। সংগঠনকে গতিশীল করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের আদর্শকে ধারণ করে সততার সহিত কাজ করে সকলে এগিয়ে যাবে।
২৪হেল্পলাইন.কম/২০১৯/