অন্ধ শিক্ষায় ধন্য সমাজে বাবা মা

Home/অন্ধ শিক্ষায় ধন্য সমাজে বাবা মা
See this post 2,964 views

অন্ধ শিক্ষায় ধন্য সমাজে বাবা মা

লোকাল বাসে করে বাসায় যাচ্ছি। অত্যন্ত ভীড়। এমন সময় একজনের ফোন আসলো। তার ছেলে পিএসসি দিবে বা দিয়েছে। তিনি খুব টেনশনে আছে। তারা মুখের কথাটা অনেকটা এমন ” আরে ভাই আর বইললেন না, ছেলে যদি এ+ না পায় তবে মান সম্মান আর কিছু থাকবে না।”

এত ভীড়ের মধ্যেই নিজেকে শূন্য মনে হচ্ছে। ঐ বাচ্চা ছেলেটার মুখ ভেসে উঠছে। মা-বাবার সম্মান আজ ঐ ১০ বছরের ছেলের হাতে। তাকে এ+ পেতেই হবে। নাহলে এ সমাজে মা-বাবা মুখ দেখাতে পারবে না।এই সম্মান বাচানোর জন্য ছেলেটা দিন রাত পড়াশুনা করছে, স্কুল থেকে ফিরেই ২-৩ টা টিচারের কাছে পড়ছে। ক্লাস টেস্ট, হোম টেস্ট, মক টেস্ট… এরপর চুড়ান্ত পরীক্ষা!!! স্বাভাবিক বিকশিত হওয়ার সূযোগ কই??

আহা!! এ সমাজে ছোট্ট একটা বাচ্চার হাতে মা-বাবার সম্মান নিহিত। এ পরীক্ষায় এ+ পেলে ভাল, না হলে আত্মহত্যা করতেও দ্বিধা করে না সন্তানরা।। প্রতি পরীক্ষার রেজাল্টের পর খুব ভয় হয় এই বুঝি কোন সন্তান আত্মহত্যা করল।।

অন্ধ মা-বাবা, অন্ধ শিক্ষা ব্যবস্থা, অন্ধ সমাজ, অন্ধ বিবেক।।।

 

২৪হেল্পলাইন.কম/মে ,২০১৮/জাফরান চৌধুরী

By | 2018-10-18T06:56:23+00:00 May 20th, 2018|Comments Off on অন্ধ শিক্ষায় ধন্য সমাজে বাবা মা