পুরুষ তুমি তোমার স্ত্রীকে ভালবাসো, সে মোটা বলে অন্যের থালে মুখ দিও না।

Home/পুরুষ তুমি তোমার স্ত্রীকে ভালবাসো, সে মোটা বলে অন্যের থালে মুখ দিও না।
See this post 2,220 views

পুরুষ তুমি তোমার স্ত্রীকে ভালবাসো, সে মোটা বলে অন্যের থালে মুখ দিও না।

পুরুষ তোমার স্ত্রী বিয়ের আগে যেই বডি ছিল এখন তার বডি ঠিক তেমন টা নাই। সে তোমার চোখে মোটা হয়ে গেছে তার পেটে Stretch Marks আছে এখন তাকে আর তোমার ভাল লাগে না তাইনা !!!

আরে নির্লজ্জ সে তোমার বাচ্চা ১০ মাস পেটে নিয়ে রাতের ঘুম হারাম করে, ক্ষুধার লাগলেও বমির ভয়ে না খেয়ে নিজের ভিতর একটা আত্মাকে দিন দিন বড় করছে। সে বুঝে প্রসব ব্যথা কাকে বলে, বেশির ভাগ নারী শেষ পর্যায় এসে মৃত্যু কামোনা করে।বাচ্চা জন্ম দেয়া একটা জিহাদ, আর তুমি বলছো তুমি তো মোটা হয়ে গেছো তোমাকে আগের মত লাগে না।

রাসূল (সা:) বলেন তোমরা সেই নারী কে বিয়ে কর যে বেশি বেশি বাচ্চা জন্মাতে পারে ফলে হাসরের ময়দানে আমি আমার উম্মত বেশি হওয়ায় গর্বিত হব।

যেসব নারী রাসূলের (সা:) এর কথা মনে রেখে বেশি বেশি বাচ্চা জন্মাই তারা তো মুজাহিদিন। তারা রাসূলকে(সা:) গর্বিত করার কাজে জড়িত। কিন্তু নির্লজ্জ পুরুষ তোমার চোখে এখন সেই মুজাহিদিন কে মোটা মনে হয়।

পুরুষ তুমি তোমার স্ত্রীকে ভালবাসো, সে মোটা বলে অন্যের থালে মুখ দিও না।।

By | 2018-10-18T06:46:02+00:00 May 22nd, 2018|Comments Off on পুরুষ তুমি তোমার স্ত্রীকে ভালবাসো, সে মোটা বলে অন্যের থালে মুখ দিও না।