লোকাল বাসে করে বাসায় যাচ্ছি। অত্যন্ত ভীড়। এমন সময় একজনের ফোন আসলো। তার ছেলে পিএসসি দিবে বা দিয়েছে। তিনি খুব টেনশনে আছে। তারা মুখের কথাটা অনেকটা এমন ” আরে ভাই আর বইললেন না, ছেলে যদি এ+ না পায় তবে মান সম্মান আর কিছু থাকবে না।”
এত ভীড়ের মধ্যেই নিজেকে শূন্য মনে হচ্ছে। ঐ বাচ্চা ছেলেটার মুখ ভেসে উঠছে। মা-বাবার সম্মান আজ ঐ ১০ বছরের ছেলের হাতে। তাকে এ+ পেতেই হবে। নাহলে এ সমাজে মা-বাবা মুখ দেখাতে পারবে না।এই সম্মান বাচানোর জন্য ছেলেটা দিন রাত পড়াশুনা করছে, স্কুল থেকে ফিরেই ২-৩ টা টিচারের কাছে পড়ছে। ক্লাস টেস্ট, হোম টেস্ট, মক টেস্ট… এরপর চুড়ান্ত পরীক্ষা!!! স্বাভাবিক বিকশিত হওয়ার সূযোগ কই??
আহা!! এ সমাজে ছোট্ট একটা বাচ্চার হাতে মা-বাবার সম্মান নিহিত। এ পরীক্ষায় এ+ পেলে ভাল, না হলে আত্মহত্যা করতেও দ্বিধা করে না সন্তানরা।। প্রতি পরীক্ষার রেজাল্টের পর খুব ভয় হয় এই বুঝি কোন সন্তান আত্মহত্যা করল।।
অন্ধ মা-বাবা, অন্ধ শিক্ষা ব্যবস্থা, অন্ধ সমাজ, অন্ধ বিবেক।।।
২৪হেল্পলাইন.কম/মে ,২০১৮/জাফরান চৌধুরী