বাজারে আগুন নাকি সচেতনতার অভাব
জনাব আরিফ সাহেব কাউতলিতে গিয়েছিলাম তরমুজ কিনতে। বিক্রেতার ভাষ্য মতে ৪-৫ কেজি তরমুজের মূল্য ৫৫০ টাকা। আরিফ সাহেব রসিকতা করে বললেন এগুলো আসে কোথায় থেকে? (মানে ভিনগ্রহ থেকে নয়তো!) বিক্রেতা সিরিয়াসলি নিলেন, বললেন ভোলা থেকে। ভোলার চরাঞ্চলের অনাবাদী জমিতে এখন খুব তরমুজ হয়। পানির দরে তা বিক্রী হয় সেখানে। নদী পথে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে [...]