ব্যবসায়ের প্রজন্ম (Business Generation)
আমাদের অনেকেই দেশীয় গ্রুপ অব কোম্পানীতে চাকুরিত আছেন। আপনি যখন দেশীয় গ্রুপ অব কোম্পানীতে অাপনার বিশেষ বন্ধু অথবা নিকটতম ব্যক্তির আমন্ত্রণে তাহার অফিসে যাবেন। সেখানে দেখবেন সবকিছুই সুন্দর, সাজানো গুছানো। সে চাকরিতে ভালভাবেই নিজেকে মানিয়ে নিয়েছে তবে একটা বিষয় ছাড়া। তাহার অফিস সময় ৯টা থেকে ৬টা পর্যন্ত থাকলেও সে কখনোই সন্ধ্যা ৬টায় বের হতে পারে [...]