E-Payment System:
অনলাইন পেমেন্ট সিস্টেম [ Payment Management System (Sonali SEBA)] । শিক্ষার্থীদের পরীক্ষার ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, বাৎসরিক পরীক্ষার ফি, ফরম পূরণের ফি, কলেজ মাইগ্রেশন ফি সহ অন্যান্য ফি ,শিক্ষকদের উত্তর পত্র মূল্যায়ন ও অন্যান্য কাজের সম্মানী বিল জমা ও চেক গ্রহণ ইত্যাদি যাবতীয় কাজের জন্য সংশ্লিষ্টদের দূর-দূরান্ত থেকে গাজীপুর ক্যাম্পাসে আসতে হয় না। উক্ত সেবাগুলো নিজ নিজ জায়গা থেকে নিকটবর্তী সোনালী ব্যাংকের শাখা থেকে Sonali SEBA মাধ্যমে প্রদান করা সম্ভব হচ্ছে। আরও
National University
শুধুমাত্র সোনালী ব্যাংকের যে কোন. শাখা হতে সোনালী সেবার মাধ্যমে অন-লাইনে প্রদান করতে হবে। বোর্ড প্রদত্ত যে কোন সেবা পেতে সেবার. জন্য নির্ধারিত ফি যার-যার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখা হতে সোনালী সেবার মাধ্যমে জমা প্রদান করুন।
অন-লাইনে Sonali Seba এর মাধ্যমে ফি জমা করার নিয়মাবলিঃ
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Home page থেকে Sonali Seba মেনুতে Click করলে সোনালী সেবার মাধ্যমে ফি প্রেরণের তথ্য ফরমটি. পাওয়া যাবে । ফরমটির তথ্যাদি পূরণ করে Save বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ফি প্রেরণের আবেদন ।
যে কোন ধরনের ফি জমা দিতে পারবেন। যেমনঃ নাম সংশোধন, বয়স সংশোধন, সনদপত্র সংশোধন /ইংরেজি ভার্সন ইত্যাদি। সোনালী সেবা আবেদনের এর জন্য নিচের মেনুতে ক্লিক করুন।
বি দ্রঃ একই সোনালী সেবা নং এ একাধিক বার (অর্থাৎ ফটোকপি করে অথবা একই জমা রশিদ একাধিক বার প্রিন্ট করে) টাকা জমা দেয়া যাবে না, ভুল করে একাধিক বার জমা করলেও একবার ধরা হবে।