আপনার জমাকৃত ট্রেজারী চালান সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তা এখুনি যাচাই করে নিন। আপনি এখন থেকে বাংলাদেশের সোনালি ব্যাংকের নির্দিষ্ট শাখায় ও বাংলাদেশ ব্যাংকের ৭টি শাখার মাধ্যমে ট্রেজারী চালান সরকারি কোষাগারে জমা প্রদান করতে পারবেন।
ট্রেজারী চালান যাচাই এর নিয়মাবলীঃ
১. আপনার জমাকৃত চালানের তারিখ বসাতে হবে।
২. কি ভাবে প্রদান করেছেন (ক্যাশ, চেক, ট্রান্সফার, ই-পেমেন্ট)নির্বাচন করে নিন।
৩.যে ব্যাংকের মাধ্যমে ট্রেজারী চালান জমা প্রদান করেছেন (বাংলাদেশ ব্যাংক/সোনালি ব্যাংক) নির্বাচন করে নিন।
৪. ব্যাংকের শাখার নাম নির্বাচন করে নিন।
৫.ব্যাংক প্রদত্ত ট্রেজারী চালান নম্বর বসাতে হবে।
৬. সর্বশেষ ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।
উপরের সবগুলো পর্বশেষ হলে আপনি আপনার জমাকৃত ট্রেজারী চালানের কপি দেখতে পাবেন ও প্রয়োজনে প্রিন্ট করেও রাখতে পারবেন।
BB forms are available in blank format and in fillable format. If you want to fill the form manually, download the blank form and print it. Blank forms are available in both pdf and doc format.
To fill forms electronically, you need to download fillable forms. These forms are available in both pdf and doc format.